ভ্রাম্যমান প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ গৌরিপুর ও নান্দাইল উপজেলার দায়িত্ব প্রাপ্ত গৌরিপুর সেনা ক্যাম্প প্রধান মেজর ইসরাকুল আলম বলেছেন, নান্দাইল উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির কেউ অবনতির চেষ্ঠা করলে কঠোর হস্তে দমন করা হবে। সোমবার (২৮ অক্টোবর ) নান্দাইল উপজেলা পরিষদ সভাকল্পে এক সম্মিলিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় নান্দাইলের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন মেজর নাঈম হাসান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন মাস্টার, যুবদল নেতা মিজানুর রহমান লিটন, মাসুম খান, যুবদল নেতা বিল্পব, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাংবাদিক আলম ফরাজী, উপজেলা জামায়াতের আমির মাওলানা শামসুউদ্দিন, মাওলানা ওয়ালিউল্লাহ, মাওলানা আবদুল আহাদ প্রমুখ। নান্দাইলের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা চলমান অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করায় প্রশাসনকে ধন্যবাদ জানান। এছাড়া সকল কলেজে এডহক কমিটি গঠন, সমুত্ত জাহান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা, অপরাধী গ্রেফতার, জুয়া ও মাদকের বিরুদ্ধে গ্রেফতার অভিযান জোরদার করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রধান অতিথি মেজর ইসরাকুল আলম বলেন, নান্দাইলের সকল সেক্টরের অপরাধিদের তালিকা অনেক বড়। এদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.