নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের বাজিতপুরে বাবাকে হত্যার দায়ের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১৯শে অক্টোবর নিবু মিয়া (৬৫) কে অজ্ঞাতনামা আসামীরা খুন করে বাজিতপুর থানাধীন সুলতান সাকিনস্থ তেলিবাড়ী বন্দ জনৈক বাবু দেবনাথ এর আবাদী ধানের জমিতে ড্রেনের মধ্যে ফেলে রাখে।
পরে ভিকটিমের ছেলে আব্দুর রহমান হৃদয় পিতামৃত নিবু মিয়া সাং সুলতানপুর থানা বাজিতপুর জেলা কিশোরগঞ্জ বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। বাজিতপুর থানার মামলা নং ১৬(১০)২০২৪। খুন করার সময় ভিকটিমের নিকট থাকা সত্তর হাজার টাকা আসামীরা নিয়ে যায়।
বাজিতপুর থানার পুলিশ অভিযান পরিচালনা করে ২৪শে অক্টোবর বাজিতপুর থানাধীন দক্ষিণ পিরিজপুর বাজারস্থ জনৈক আঃহাই মেম্বারের হোটেল থেকে সুলতানপুর এলাকার রহিম উদ্দিনের ছেলে বাবুল মিয়া, ভিকটিমের নিজ ছেলে সোহেল মিয়া, বরকান্দা এলাকার ইয়াকুব আলীর ছেলে নজরুল ইসলাম, ডুয়াইগাঁও এলাকার ফালু মিয়ার ছেলে সুমন মিয়াকে গ্রেফতার করে।
আসামী বাবুল মিয়া ঘটনার স্বীকারোক্তিকালে সকল আসামীরা ঘটনার সহিত জড়িত থাকার সত্যতা প্রকাশ করে। সে ভাগ বাটোয়ারা করে ৭০ হাজার টাকার মধ্যে ৯হাজার পায়, ৮ হাজার খরচ করেছে, বাকি ১ হাজার নিজে বের দেয়।
পুলিশ, মামলার আলামত হিসেবে জবাই করার কাজে ব্যবহৃত চুরি, নগদ ১০০০/- টাকা, গামছা, যা দিয়ে ভিকটিমের হা, পা, মুখ বেধেছিল এগুলো উদ্ধার করে।
আজ শনিবার (২৬অক্টোবর) কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী সংবাদ সম্মেলন করে প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
পরে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলগ্রহণকারী ৫ নং আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.