কুলিয়ারচর প্রতিনিধি:
ভূমি দস্যু হটাও, নাজিরদীঘির জলমহাল বাচাও,বিচার চাই মোশাররফ হোসেনের এসব স্লোগান নিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে সরকারি জলমহাল নাজিরদীঘির কাগজপত্র জাল করে আত্মসাতের চেষ্টার প্রতিবাদে মোশারফ হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন করেছেন এলাকাবাসী।
২২ অক্টোবর দুপুরে উপজেলার উসমানপুর ইউনিয়নের নাজিরদীঘি (জলমহাল) পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে উসমানপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ সাদিরুজ্জামান বাছির বলেন, নাজিরদীঘি জলমহাল বা দিঘীর নামে একটি গ্রাম ও একটি মৌজার নামকরণ হয়েছে নাজিরদীঘি । যা আমাদের জন্মের আগে থেকেই ঐতিহ্যবাহী সরকারি দীঘি বা জলমহাল হিসেবে জেনে আসছি।
প্রায় ২৫ একরের বিশাল সরকারি দিঘীটি সম্প্রতি জাল কাগজের মাধ্যমে আদালতের রায় এবং ভূমি রেকর্ড নিজের পক্ষে নিয়ে প্রভাবশালীদের ছত্রছায়ায় কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে মোশারফ হোসেন নামের ব্যক্তি আত্মসাতের চেষ্টা করছেন।
নাজিরদীঘি গ্রামের কাইয়ুম মিয়া বলেন, ১৯৭৮ সাল থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন সমবায় সমিতি ও স্থানীয় লোকজন সরকারিভাবে লীজ গ্রহণ করে মৎস্য চাষ করে আসছেন।
উক্ত মানববন্ধনে বক্তারা জাল কাগজে সরকারি জলমহাল আত্মসাতের চেষ্টার প্রতিবাদে মোঃ মোশারফ হোসেনসহ এর সাথে জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত স্বাপেক্ষে বিচারের দাবি জানান।
এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দ্বায়িত্বরত সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ্-জো্হরা মানববন্ধনের বিষয়টি নিশ্চিত করে বলেন এ বিষয়ে একটি স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। ঊর্ধ্বতনের কাছে তা প্রদান করা হবে।
অভিযুক্ত মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, এটা আমার পৈত্রিক সম্পত্তি এবং এর পক্ষে আমার সকল কাগজপত্রই আছে। যে কাগজপত্র দেখে আদালত আমার পক্ষে একাধিক রায় দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.