মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ বাছাই প্রতিযোগিতায় ঢাকা বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিলাল মিয়া।
বুধবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ বাছাই প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, শ্রেষ্ঠ কাবস্কাউট, শ্রেষ্ঠ বিদ্যালয় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অ্যাকাডেমিক ফলাফল, শিক্ষকতার সময়কাল, প্রযুক্তি ব্যবহার, মাল্টিমিডিয়া শ্রেণি পাঠদানে পারদর্শিতা, শিখন শেখানোর কৌশল দক্ষতা, প্রশিক্ষনলব্ধ জ্ঞানের সঠিক প্রয়োগ, যোগ্যতাভিত্তিক পাঠদান ও নতুন কারিকুলামের সঠিক প্রয়োসহ অন্যান্য বিশেষ কৃতিত্বের উপর ভিত্তি করে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
বৃহস্পতিবার ঢাকা বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে বিল্লাল মিয়ার নাম ঘোষণা করা হয়েছে।
জানা যায়, বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিলাল মিয়া উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের দশপাখি গ্রামে কৃতিসন্তান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেন। ২০২১ সালে ধ২র থেকে ওঈঞ উরংঃৎরপঃ ধসনধংংধফড়ৎ শরংযড়ৎবমড়হল ও কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ২০২৪ এ নির্বাচিত হন এবং প্রাথমিক শিক্ষক সমিতির কটিয়াদী উপজেলা শাখার সাহিত্য বিষয়ক সম্পাদক।
শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হওয়ায় শিক্ষক বিলাল মিয়া সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সহকারী শিক্ষক নির্বাচিত হয়ে আমার দায়িত্ব ও কর্তব্য আরো বেড়ে গেলো। নিশ্চই শিক্ষার্থীদের পাঠদানে কর্মস্পৃহা বাড়বে। এ সাফল্য ও আমার মেধা কাজে লাগিয়ে ভবিষ্যতে এই শিক্ষা প্রতিষ্ঠানের মুখ যেন আরো উজ্জ্বল করতে পারি, সকলের নিকট দোয়া চাই।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.