ডেস্ক নিউজ
রাজশাহী ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের আয়োজনে শিক্ষকদের ০৩ (তিন) দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৭ অক্টোবর বিকাল ৩.৩০ টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত "দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা" শীর্ষক প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব তরফদার মোঃ আক্তার জামীল । ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আনিসুজ্জামান সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাপনী বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ যোবায়ের হোসেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয় । এছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নাসিরুদ্দিন শেখ। প্রশিক্ষণে মোট ২৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.