মকবুল হোসেন ময়মনসিংহ জেলার প্রতিনিধি
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা এর অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম ০৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে ।
ময়মনসিংহ গোয়েন্দা শাখার এসআই(নিঃ) মোঃ আলাউদ্দিন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল হাবুন বেপারী মোড় আকুয়া সাকিনস্থ বাবুল মিয়ার খাবার হোটেলের সামনে পাকা রাস্তার উপর হইতে ১৬ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ ২০.৩০ ঘটিকায় ০৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম (৪০), পিতা মৃতঃ মোঃ মজিবুর রহমান, মাতা-মোছাঃ সাজেদা খাতুন, সাং-আকুয়া মড়লপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।আসামী মোঃ রফিকুল ইসলাম (৪০)এর বিরুদ্ধে আরও ০৪টি মাদক মামলা রয়েছে।
উদ্ধারকৃত ০৩ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.