নিজস্ব সংবাদদাতা:
দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে করিমগঞ্জে সংহতি সমাবেশ হয়েছে।
অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের আয়োজনে করিমগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরের দিকে কয়েক হাজার নারী পুরুষের সমাগমে সমাবেশ থেকে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নে সরকারের কাছে দাবি জানানো হয়েছে।
গত ১৮ আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের নিকট আইনের খসড়া উপস্থাপন করা হয়েছে বলে বক্তারা জানান।
অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের প্রধান সংগঠক হেরুনা বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট জিয়াউর রহমান।
সমাবেশে কেন্দ্রীয় সংগঠক ইসমাইল হোসাইন, করিমগঞ্জ তাড়াইলের অন্যতম সংগঠক মুজিবুর রহমান, রবিউল আউয়াল, জেসমিন আক্তার, পৌর এলাকার সংগঠক দুলাল মিয়া, মাহফুজুল হক মারুফ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পী কিবরিয়া খোকন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.