মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে দেশে স্বল্প আয়ের মানুষকে প্রতি মাসে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ করতে সারাদেশে প্রায় এককোটি পরিবারকে দেওয়া হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবির) স্মার্ট ফ্যামিলি কার্ড। তারই ধারাবাহিকতায় জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নে এই স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় কটিয়াদী উপজেলার ১০ নং জালালপুর ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিক ভাবে স্মার্টকার্ড বিতরণের উদ্বোধন করেন চেয়ারম্যান মোঃ রফিকুল আলম রফিক।
স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লিটন চন্দ্র পাল, কটিয়াদী প্রেস ক্লাবের সদস্য সচিব সাংবাদিক মাইনুল হক মেনু, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ঝর্না বেগম, সদস্য মতিউর রহমান, আবু বাক্কার ছিদ্দিক বাচ্চু, উসমান গনি সাংবাদিক মিয়া মোহাম্মদ ছিদ্দিকসহ ইউনিয়ন পরিষদের সকল কর্মচারী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চেয়ারম্যান মোঃ রফিকুল আলম রফিক বলেন, সারা দেশে এক কোটি পরিবার টিসিবির পরিবার কার্ডের আওতায় রয়েছে। নিম্ন আয়ের পরিবারের কাছে পণ্য বিক্রি করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবির)। স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য পাওয়া আরও সহজ ও নিশ্চিত হবে। চেয়রম্যান আরও বলেন, স্মার্ট কার্ড বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে, আগের কার্ড পরিবর্তন করে নতুন স্মার্ট কার্ড নিতে হবে। যাঁরা স্মার্ট কার্ড পাবেন, তাঁরা স্মার্ট কার্ডে পণ্য নেবেন। আগে খোলাবাজারে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করা হত। তখন এসব পণ্য বিক্রিতে বিভিন্ন অনিয়মের কথা শোনা যেতো। স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রির ফলে দূর্নীতি ও অনিয়ম কমে আসবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.