নিজস্ব প্রতিবেদক :
সকল ধর্ম থেকে শুরু করে সবকিছু সত্যকে কেন্দ্র করে। আর সত্য প্রকাশ করতে সাহস লাগে। সাহসিকতার সাথে সংবাদকর্মীরা কাজ করে থাকে। আর সত্য প্রকাশে সাহসিকতার সেই সংবাদ মাধ্যম কালবেলা। প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আল আমিন হোসাইন।
বুধবার (১০ অক্টোবর) সকাল ১১টায় কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে “দৈনিক কালবেলা” পত্রিকার ২য় বর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রতিনিধি মোঃ শরফ উদ্দিন জীবন-এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মু.আ. লতিফ।
এসময় আল আমিন হোসাইন আরও বলেন, কালবেলা সত্যকে নিয়ে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে। তা না হলে এতো অল্প সময়ে এতোদূর যাওয়া যেত না। কালবেলা প্রিন্টের চেয়ে অনলাইন প্লাটফর্মে আরও সমৃদ্ধশালী। সত্য প্রকাশে সাহসিকতা আছে কালবেলা’র। কালবেলা শুধু অপরাধ না, সকল বিষয়ে সমান গুরুত্ব দিয়ে কথা বলে। সে দ্বারা অব্যাহত থাকবে আশা করি। সাংবাদিকরা যেমন সত্য খুঁজে বেড়ায় তেমনি পুলিশ প্রশাসনও সত্য খুঁজে বেড়ায়। সত্য খুঁজে বের করায় আমাদের কাজ। সত্য না থাকলে আইনের শাসন, গণতন্ত্র ও সাংবাদিকতাও থাকবে না।
বিশেষ অতিথি, গুরুদয়াল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ সিদ্দিক উল্লাহ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি একে নাসিম খান, সিনিয়র সাংবাদিক ও কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুবীর বসাক। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ দত্ত প্রদীপ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রফেসর কাজী করিম উল্লাহ নাদিম, করিমগঞ্জ সরকারি কলেজের সাবেক শিক্ষক ও কবি শাহজাহান শাজু, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও জিটিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী সোহেল, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরী, সাবেক সদস্য সচিব ও বাংলা টিভির জেলা প্রতিনিধি মনোয়ার হোসাইন রনি, শতাব্দীর কণ্ঠ পত্রিকার মফস্বল সম্পাদক শামসুল আলম শাহীন, স্থানীয় অনলাইন পত্রিকা বিডি চ্যানেল ফোর এর প্রধান সম্পাদক আহমদ ফরিদ, আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ফারুকুজ্জামান, দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশ, চ্যানেল আই’য়ের জেলা প্রতিনিধি এসকে রাসেল।
উপস্থিত ছিলেন, আর টিভির জেলা প্রতিনিধি আ ন ম তানভীর হায়দার, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহমদ পাপন, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি মশিউর রহমান কায়েস, দৈনিক বাংলাদেশ কণ্ঠের জেলা প্রতিনিধি শফিক কবির, দৈনিক কালবেলা’র হোসেনপুর প্রতিনিধি উজ্জ্বল কুমার সরকার, নিকলী প্রতিনিধি আব্দুর রহমান রিপন, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি এনামুল হক হৃদয়, কবি ও সাংবাদিক সাদেক আহমেদ, দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার সহকারি সম্পাদক হাবিব উল্লাহ, হাওর বাংলার সম্পাদক খাইরুল ইসলাম, দৈনিক প্রথম প্রহরের প্রতিনিধি হুমায়ুন কবির, সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক শরীফুল ইসলাম, কবি তানজিনা কবির প্রিয়া।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.