মোহাম্মদ মাসুদ
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় ঝরে গেল কিশোর মাদরাসা ছাত্রের তাজা প্রাণ। আকষ্মিক দুর্ঘটনায় মেহাম্মদ আজওয়াদ (১৩) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে মির্জাপুর ইউনিয়নের চারিয়া মাদরাসার সামনে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজওয়াবদ হাটহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডের মধুমাহবুবের বাড়ির আলমগীরের ছেলে।
নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ওসি মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। ঘাতক বাসটিসহ চালককে আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.