রিম্পি রানী শুক্লবৈদ্য : প্রান্তিক নারীদের সম্পৃক্তকরণে আমরা যুবরা এই প্রতিপাদ্যে সারাদেশে ন্যায় শাল্লা উপজেলা যুব ফোরামের আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ই অক্টোবর) দুপুরে ১২ ঘটিকায় শাল্লা উপজেলার আঙ্গারুয়া গ্রামে স্থানীয় ও সাংবাদিক মনিন্দ্র দাস বাচ্চু সভাপতিত্বে ও শাল্লা উপজেলা যুব ফোরাম আহব্বায়ক রিম্পি রানী শুক্লবৈদ্য-এর সঞ্চলনায় আলোচনা সভা পরিচালনা করেন।
সভাপতি কিশোরীদের সচেতনতা বৃদ্ধির জন্য আলোচনা সভার পরিবেশ তৈরি করে প্রান্তিক নারীদের সম্পৃক্তকরণে “জলবায়ু অভিঘাতজনিত দুর্যোগে নারীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সেবা, সুরক্ষা ও সক্ষমতা নিশ্চিতকরণ যুব সমাজ এগিয়ে আসার আহব্বান করে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আঙ্গারুয়া গ্রামের সম্মানীয় ব্যক্তি অধীর চন্দ্র দাস, গ্রামের সাধারন গ্রামীন মহিলাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রেভা রানী দাস, শিখা রানী বৈদ্য, আর ও প্রমুখী। শাল্লা উপজেলার যবু ফোরামের পক্ষ থেকে বক্তব্য রাখেন ববিতা রানী বৈদ্য, দেবী রায়, নয়ন চন্দ্র দাশ।
বক্তরা আগামী দিনে নারীর অগ্রযাত্রার প্রতিবন্ধকতা, বাল্য বিয়ে, যৌতুক, ইভটিজিংসহ অসঙ্গতি দূর করে সুন্দর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহব্বান করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.