আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল ) প্রতিনিধিঃ
"স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ" -এ প্রতিপাদ্যেকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে হাত ধোয়া প্রদর্শন,পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্যে প্রকৌশলী এবং মধুপুর পৌরসভার আয়োজনে এবং পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রা শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে হাত ধোয়া প্রদর্শনী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির, উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন সাগর, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো.ইমরান হোসেন, মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, মধুপুর পৌর সভার সমাজ উন্নয়ন কর্মকর্তা সোনিয়া ইয়াসমিন, স্যানেটারী ইন্সপেক্টর বিলকিস বেগম প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.