ফারজানা আক্তার, প্রতিনিধি কুলিয়ারচর: কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসার নামে তিনটি মিটারের ১৭ বছরের বিদ্যুৎ বিল বকেয়া হয়েছে ৪৩৮২৮০২ টাকা। ২০০৮ সাল থেকে এই বিল জমা হয়েছে যা পরিশোধিত হয়নি।মাদ্রাসার ছাত্রদের থেকে প্রতি বছরে ভর্তির সময় বিদ্যুৎ,জেনারেটর ও পানির বিল আদায় করা হয়। অথচ,এই দীর্ঘ সময়েও বিদ্যুৎ বিল পরিশোধিত হয়নি। জনগণের অভিযোগ মাদ্রাসার মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী রাসেল লুট করেছে মাদ্রাসার টাকা। এখন তিনি সমালোচনার তুঙ্গে।এছাড়াও রাসেল শালিসের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে জনগণের থেকে।২ অক্টোবর আবাসিক প্রকৌশলী কার্যালয়ের লোকজন মাদ্রাসা ও মসজিদের তিনটি এনালগ মিটারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন।এবং প্রিপেইড ডিজিটাল মিটার সংযোগ দিয়েছেন।
এ বিষয়ে আবাসিক প্রকৌশলী শহীদুল ইসলাম সেলিম জানান, ২০০৮ সাল থেকে মাদ্রাসার দুইটি ও মসজিদের ১টি মোট ৩ টি মিটারের বিল বকেয়া হয়েছে।
মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী রাসেল এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ করা হবে এ আশায় আমরা বিল পরিশোধ করিনি। এবং মাদ্রাসা বিভাগ কওমী ও অবৈতনিক তাই সামগ্রিক খরচা চালাতে হিমশিম খেতে হয় তাই বিল বকেয়া হয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.