বরিশাল অফিস :: ঝালকাঠি সদর উপজেলার ১ নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের কাঁচাবালিয়া গ্ৰামে হাই স্কুল সংলগ্ন বায়তুল আমান জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।শুক্রবার (০৪ অক্টোবর) ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধান মেহমান হিসেবে ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। বিশেষ মেহমান বরিশাল বিএম কলেজের সাবেক এজিএস ও সমাজসেবক শেখ নেয়ামুল করিম উপস্থিত ছিলেন। নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আমন্ত্রিত অতিথিরা বলেন , ধর্মীয় প্রতিষ্ঠানে দান করলে ইহকাল এবং পরকালে এর শান্তি মিলে। তাই নিজ নিজ এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনে সকলকেই এগিয়ে আসা উচিত। তারা আরো বলেন, একজন মুসলিমের কাছে তার নিজের ঘর থেকে অনেক গুরুত্বপূর্ণ আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা। এসময় আরো উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মোঃ শাহজাহান মাঝি, সহ-সভাপতি মোঃ হারুন অর রশিদ সিকদার,সাধারণ সম্পাদক মোঃ মেহেদি হাসান রাজু, কোষাধ্যক্ষ মোঃ মনজুরুল আলম, ইমাম ও খতিব সৈয়দ মাসুম বিল্লাহ সহ মুসল্লী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ।এছাড়াও মসজিদ নির্মাণ কাজের সার্বিক পরিচালনা করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ ইউসুফ আলী।উল্লেখ্য, ১৯৯১ সালের দিকে স্থানীয় মৃত মোঃ আনোয়ার হোসেন মসজিদ নির্মাণের জন্য জমি দান করেন। পরবর্তীতে তার ছোট ছেলে মোঃ ইউসুফ আলী মাস্টার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মসজিদের উন্নয়নে কাজ করে আসছেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.