প্রতিনিধি হোসেনপুর: কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার চর-বিশ্বনাথপুর এলাকায় নিজের খরিদকৃত জমির রাস্তায় আরেকজন জোর পৃর্বক দখল করে রাস্তা বন্ধ করে ঘর নির্মানের অভিযোগ উঠেছে।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট গত ১২-০৯-২০২৪ ইং তারিখে দায়েরকৃত অভিযোগে জানাযায়, চর - বিশ্বনাথপুরের মৃত হাবিজ উদ্দিন এ-র ছেলে আব্দুল আলী গত ১৬-০৯-২০১০ ইং তারিখে মো: ছফুর উদ্দিন এ-র কাছ থেকে ১৫ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছে।
সম্প্রতি সময়ে চর বিশ্বনাথপুর এলাকার গিয়াস উদ্দিন গংরা স্থানীয় সিন্ডিকেট তৈরি করে আব্দুল আলীর চলাচলের রাস্তা বন্ধ করে দেয় এবং জোর পৃর্বক জমিতে টিনের ঘর তৈরি করে চলাচলের সম্পুর্ন রাস্তা বন্ধ করে দিয়েছে।
এলাকার স্থানীয় বাসিন্দা বকুল মিয়া বলেন,আবদুল আলীর চলাচলের রাস্তা বন্ধ করায় তিনি এখন পানি ভেঙে আমার ক্ষেতের জমি দিয়ে চলাচল করছে।
বিষয়টি নিয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল বলেন অভিযোগ পেয়েছি তদন্ত পৃর্বক ব্যাবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.