নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের নান্দাইলে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নিতেশ নারায়ন রান কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর নান্দাইলের কওমী ছাত্র-জনতা ও ধর্মপ্রাণ মুসলমানদের আয়োজনে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের নান্দাইল চৌরাস্তা ঐহিত্যবাহী জামিয়া আরাবিয়া আহাদিয়া বারুইগ্রাম মাদ্রাসার সামনে থেকে এক বিােভ মিছিল বের হয়। মিছিলটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের নান্দাইল চৌরাস্তা গোলচত্বরের ঘুরে এসে নান্দাইল প্রেসকাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামিয়া আরারিয়া আহাদিয়া বারুইগ্রাম মাদ্রাসার মোহতামিম মুফতী নূর ইসলাম কাশেমী, মুফতী বাহা উদ্দিন রিয়াদ, মুফতী বজলুর রহমান, মাওলানা এমদাদুল্লাহ, শিার্থী জাহিদ হাসান সহ প্রমুখ। বক্তারা বলেন, চলতি মাসের শুরুর দিকে বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী (সাঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা। এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দেন ঐ কট্টর হিন্দুত্ববাদী নেতা। তারা আরোও বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ (সাঃ)-কে অপমান করার মধ্যে দিয়ে মানবতাবাদী আদর্শকে অপমান করা হয়েছে। প্রকৃত মুমিনরা কখনও উগ্রবাদকে ছাড় দেয় না। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার ভারতের সরকারের প্রতি জোর আহ্বান জানান বক্তারা।