স্টাফ রিপোর্টার :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে লক্ষ্য করা গেছে, তাড়াইল উপজেলায় ১৬টি পূজা মন্ডপ তৈরী করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
তাড়াইল উপজেলা অতিরক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিকুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ,বাংলাদেশ সেনাবাহিনী তাড়াইল- করিমগঞ্জে দায়িত্ব থাকা ক্যাপ্টেন আশিক রাব্বানী, তাড়াইল থানার ওসি মোহাম্মদ সোহেল, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি'র উপজেলা শাখার আহ্বায়ক সাইদুর রহমান মোস্তফা, ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক,
আরোও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত, উপজেলা এলজিডি কর্মকর্তা জাহিদুল ইসলাম,, উপজেলা পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম গোলাম কিবরিয়া
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াইল উপজেলা শাখা ও কমিটির যুগ্ম আহ্বায়ক সামির হোসেন সাকী, , তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ ভুঁইয়া, রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন, দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব, দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলাম, তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ, তাড়াইল উপজেলা পূজা পরিষদ কমিটির সভাপতি মিশুক ভৌমিক ও সাধারণ সম্পাদক সাগর দে সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.