ফারজানা আক্তার, প্রতিনিধি কুলিয়ারচরঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে “হেরিট্যাজ টোবাকো” নামে একটি সিগারেট ফেক্ট্রীতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
২৪ সেপ্টেম্বর রাতে সেনাবাহিনীর লেঃকর্ণেল ফারহানা আফরীণ এর নেতৃত্বে, কুলিয়ারচর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এবং কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তর, কাস্টিমল এক্সাইজ ও ভ্যাট বিভাগ নরসিংদী এর সমন্বয়ে একটি টিম
উক্ত অভিযানে নকল সন্দেহে ব্যান্ডরোল সংযুক্ত ১০ ব্রান্ডের সিগারেট ৪০ হাজার শলাকা মার্বেল এবং ২০ ব্রান্ডের ১ লক্ষ ২০ হাজার শলাকা মার্বেল জব্দ করেন। ব্যবহৃত ব্যান্ড রোল ৪৭ হাজার পিস (প্রায়) ও নকল সন্দেহে ৩ কাটুন স্টাম্প ৬ লক্ষ ৭৫ হাজার পিস (প্রায়) এবং ২ কার্টুন ৪ লক্ষ ৫০ হাজার পিস (প্রায়) সহ একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাজ্জাদুর রহমান। সঙ্গে ছিলেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগের উপ-কমিশনার সোহেল রানা, কিশোরগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিন।