নিজস্বপ্রতিবেদক : কিশোরগঞ্জে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. বেলা ১২:৩০ ঘটিকায় সব ধরণের মিডিয়া (প্রিণ্ট, ইলেক্ট্রনিক ও টিভি) সাংবাদিকদের সাথে পুলিশ সুপার, কিশোরগঞ্জ জনাব মোহাম্মদ হাছান চৌধুরী, বিপিএম এর পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতির আদেশপ্রাপ্ত জনাব মো: মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অপস্) জনাব মো: আল-আমিন হোসাইন উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় ও স্থানীয় মিডিয়ার ৬০ জন সাংবাদিক মতবিনিময় সভায় উপস্থিত থেকে জেলার ট্রাফিক ও আইন-শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন তথ্য প্রদান করেন। পুলিশ সুপার সে সকল বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মতামত ব্যক্ত করে মিডিয়া সাংবাদিকদের সহায়তা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.