মোহাম্মদ মাসুদ
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় কোতোয়ালী থানা এলাকায়
দেড় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানে জনসাধারণের চলাচলের জন্য ফুটপাত উম্মুক্ত করেছেন।
চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.এফ.এম শামীমের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
২২সেপ্টেম্বর,(রবিবার) রাতে চসিকের (পাবলিক রিলেশন ও কাম প্রটোকল অফিসার) আজিজ আহমেদ তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মুখ সড়ক, এম এ আজিজ স্টেডিয়াম এলাকা ও নুর আহম্মদ সড়কের উভয় পার্শ্বের রাস্তা ও ফুটপাত থেকে প্রায় দেড় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করে রাস্তা এবং ফুটপাত অবৈধ দখল মুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য উম্মুক্ত করা হয়।
মেট্রোপলিটন পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী অভিযানকালে ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.