কলকাতা প্রতিনিধি-আসাদ আলী-
গত ২১/ ৯/ ২০২৪ তারিখ বিকেল ৩.৩০ মিনিট থেকে কলকাতার কফি হাউসের বই চিত্র সভা ঘরে সম্পাদক এম এম আব্দুর রহমানের দক্ষ সঞ্চালনায় সুন্দরভাবে সুসম্পন্ন হলো কবি লেখক সাংবাদিক সহ এক ঝাঁক গুণী মানুষের সক্রিয় উপস্থিতিতে কবিতা পাঠ, গান ও আলোচনার মধ্য দিয়ে রোডম্যাপ সাহিত্য সম্মেলন ২০২৪ অনুষ্ঠান।
সম্বিতী পোদ্দার মহাশয়ের আবৃত্তি কারার ঐ লৌহ কপাট নজরুলের জনপ্রিয় গানের মাধ্যমে যার সূচনা । তারপর অতিথিবরণ সভাপতি বিশিষ্ট নাট্যকার রাজু দাস মহাশয় কে বরণ- উত্তরীয় ও ব্যাচ পরিয়ে, বরণ করেন মৌসুমী মন্ডল। প্রধান অতিথি পীযুষ গায়েন মহাশয় ও বিশিষ্ট সাহিত্যিক ইসমাইল দরবেশ কে বরণ করেন মৌসুমী মন্ডল । তারপর সমিরন বিশ্বাস ও দীপনারায়ণ মহাশয় কে বরণ করা হয়। বরণ করা হয় অধ্যাপক সাইফুল্লাহ শামীম মহাশয়, মুবাইদুল ইসলাম মোল্লা, বিধান তাঁতি মহাশয় এবং চিত্র পরিচালক মোঃ আব্দুল আলিম এবং শামীমা আসমানকে। স্বাগত ভাষণ দেন সমিরন বিশ্বাস মহাশয়। রোডম্যাপ নজরুল ১২৫ বিশেষ সংখ্যা প্রকাশ করেন বিশিষ্ট অতিথি ও গুণীজন ।
আবৃত্তি করেন আব্দুর রশিদ সাহেব। বিশিষ্ট শিক্ষক হাসানুজ্জামান নজরুল সম্পর্কে দীর্ঘ আলোচনা করেন। কবিতা পাঠ করেন জুবায়ের আহসান, সেখ রমজান আলী, শিক্ষক কবি ও প্রবন্ধকার মোঃ মফিজুল ইসলাম, কবি ও সাংবাদিক আসাদ আলী, জাহাঙ্গীর মিদ্দে, ফারুক আহমেদ, শ্যামল মান্না, আরেফা গোলদার, মহিবুর রহমান প্রমুখো।
প্রধান অতিথি পীযূষ গায়েন বক্তব্য রাখেন সাহিত্যের অভিমুখ কি হওয়া উচিত সম্পর্কে। অসাধারণ গজল গেয়ে উপস্থিত দর্শক ও শ্রোতাদের মুগ্ধ করে দেয় অপেক্ষাকৃত তরুণ শিল্পী শাহিদ রেজা। ছিলেন বিশিষ্ট লেখক মাসুদ রশিদ, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমালোচক ও নাট্য ব্যক্তিত্ব হাফিজ শেখ, সাংবাদিক সাদ্দাম হোসেন মিদ্দে, বিশিষ্ট কবি মনির উদ্দীন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.