নিজস্ব প্রতিবেদক :
বিশ্ব নদী দিবস ২০২৪ উদযাপনের অংশ হিসেবে আজ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে গমন করেন।কিশোরগঞ্জ জেলা প্রশাসক মহোদয় জনাব ফৌজিয়া খান এর সঙ্গে সাক্ষাত করেন এবং কিশোরগঞ্জের সকল নদ নদীকে বিশেষ করে নরসুন্দা নদী কে দখল দূষণ মুক্ত করে নরসুন্দা নদীকে বাঁচানোর দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করেন এবং বাপা প্রতিনিধিদের সঙ্গে কিশোরগঞ্জের সকল নদী জলাশয় বিশেষ করে নরসুন্দা নদী রক্ষার্থে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং নরসুন্দা নদী র দখল,দূষণ রোধ কল্পে, নাব্যতা বৃদ্ধি ও উৎসমুখের কাউনার বাঁধ খুলে দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.