স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জ তাড়াইলে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় এবং তাড়াইল উপজেলা ইয়ুথ ইউনিট, ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর আয়োজনে তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে ২১ সেপ্টেম্বর রোজ শনিবার সকাল দশ টায় ১২৪৫ তম চার দিনব্যাপী ইয়ূথ লিডারশীপ ট্রেনিং শুরু হয়েছে । প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে সহায়তা করার জন্য উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর, ও এলাকা সমন্বয়কারী খায়রুল বাশার ।
আরও উপস্থিত ছিলেন ইয়ূথ এন্ডিং হাঙ্গার আঞ্চলিক সমন্বয়কারী সোলায়মান শেখ ও ইয়ূথ এন্ডিং হাঙ্গার যুগ্ন আঞ্চলিক সমন্বয়কারী মাহফুজা জাহান মুন্নি।
ছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বি এন পির নেতা শামীর হোসেন সাকি ও মোঃ শামীম এবং ,দামিহা ইউনিয়ন সমন্বয়কারী রবীন্দ্র সরকার, ও ধলা ইউনিয়ন সমন্বয়কারী আলাউদ্দিন সহ ৩০ জন প্রশিক্ষণার্থী।
এতে লক্ষ্য করা গেছে , সামাজিক সম্প্রীতিকে অগ্রিধিকার দিয়ে তরুণ নেতৃত্ব বিকাশের উদ্দেশে একটি দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল ও সম্প্রীতিপূর্ণ, বাংলাদেশ গড়ার লক্ষ্যে, একদল সচেতন তরুণদের মধ্য দিয়ে, আত্মজিজ্ঞাসা,ও আত্মউপলব্ধি সৃষ্টির মাধ্যমে স্বয়ংক্রিয় ও স্বেচ্ছাব্রতী তরুণ নেতৃত্ব হিসাবে অনুপ্রাণিত, সংগঠিত ও ক্ষমতায়িত করা।যাতে তারা পরিবর্তনের রূপকার হিসেবে সামাজিক পরিবর্তনে বিশেষ করে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সামাজিক আন্দোলন গড়ে তোলার নেতৃত্ব দিতে পারেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.