স্টাফ রিপোর্টার।।
ময়মনসিংহের নান্দাইল উপজেলা বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ নান্দাইল শাখার উদ্যোগে নান্দাইল পাইলট গার্লস উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ১৮ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার এক অনাড়ম্বর পরিবেশে কাউন্সিল /২০২৪ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম।
অধ্যক্ষ মাওলানা মো,মঞ্জরুল হক হাসানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মাওলানা মো নুরুল আমীনের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মো মঞ্জুরুল হক হাসান। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মো নজরুল ইসলাম বলেন, বিগত সরকারের দু:শাসনে দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে পড়েছে। সিন্ডিকেট করে দেশের প্রতিটি উপজেলা একটা স্কুল ও কলেজ জাতীয়করণ হলেও সারাদেশে একটা মাদরাসা জাতীয়করণ হয়নি। এ বৈষম্য দূরীকরণ এখন সময়ের দাবী। মাদরাসা শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী ও ইসলামি ভাব ধারায় পরিচালিত হওয়ার আশা ব্যক্ত করেন। তিনি সকলের সহযোগীতা করেন।
অন্যন্য মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব কাজী শামসুদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো,আব্দুস সালাম, অধ্যক্ষ মাওলানা মো আব্দুর রহিম, অধ্যক্ষ মাওলানা মো শামসুল হক ফকির , ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আসাদুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো সুলতান উদ্দিন, অধ্যক্ষ আবুল খায়ের সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা মো, ওয়াকিব, সহকারী অধ্যাপক মো,মাহবুবুর রহমান,প্রভাষক মো,মজিবুর রহমান সুপার আব্দুস সালাম, সুপার সালেহ উদ্দিন আকন্দ, সুপার আব্দুস সাত্তার সিনিয়র শিক্ষক মো আবু সায়িদ , প্রমুখ।
পরে সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো আব্দুস সালাম সভাপতি, সুপার মাওলানা সালেহ আকন্দ সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক মাওলানা মো নুরুল আমিন কে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.