আসাউজ্জামান জুয়েল :
স্ত্রী পরকিয়ার জেরে প্রেমিক কাছে পাওয়ার আশায় স্বামীকে হত্যা করলো স্ত্রী। মামলার ঘটনাসূত্রে জানা যায়, কিশোরগঞ্জের ভৈরবে পরকীয়া প্রেমিককে সাথে নিয়ে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আদালত প্রতি জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯সেপ্টেম্বর) সকাল ১১•০০ ঘটিকার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাম্মি হাসিনা পারভীন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন, ভৈরব উপজেলার চন্ডিবের উত্তরপাড়া গ্রামের মোঃ শহিদ মিয়ার কণ্যা মোছা. রোকসানা আক্তারস তার প্রেমিক একই গ্রামের বাবুল আহম্মেদের ছেলে আসিফ আহম্মেদ।
মামলার বিবরণে আরো জানা যায়, স্ত্রী ওতার প্রেমিক কর্তৃক নিহত মাহবুবুর রহমান বাংলাদেশ রেলওয়ে বিভাগে ঢাকার কমলাপুরে চাকরি করতেন।
স্ত্রী দুই বাচ্চা নিয়ে ভৈরবে তাঁর বড় ভাইয়ের বাসায় থাকতেন। প্রতি সপ্তাহে তিনি স্ত্রী সন্তানের কাছে আসতেন। ২০১৯ সালের ২৭ নভেম্বর সন্ধ্যায় মাহবুব ভৈরবে স্ত্রী সন্তানের কাছে আসলে পরদিন ভোরে বাসার ভিতর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি স্ত্রী ডাকাতির ঘটনা বলে প্রচার করিলেও সত্য প্রকাশিত হয়।
পরদিন নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত আসামি করে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়েন করেন।
সে সময় পুলিশ নিহতের স্ত্রী রোকসানা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে গেলে পুলিশের কাছে পরকীয়া প্রেমিককে সাথে নিয়ে স্বামীকে হত্যার কথা স্বীকার করেন। পরবর্তীতে আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এ ঘটনায় ২০২০ সনের ৩০ মার্চ দুই জনকে আসামি করে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। স্বাক্ষী প্রমাণ শেষে আদালত আজ এ মামলার রায় ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.