অষ্টগ্রাম, কিশোরগঞ্জা প্রতিনিধি
সংবাদ প্রকাশের জেরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলাম সাগরকে হত্যার হুমকি দিয়েছেন এক শিক্ষক। নিরাপত্তা নিশ্চিতে ১৬ সেপ্টেম্বর তিনি অষ্টগ্রাম থানায় জিডি করেছেন। জিডি সূত্রে জানা যায়- ৩সেপ্টেম্বর 'অষ্টগ্রামে মাসে ৩/৪ দিন স্কুলে যান প্রধান শিক্ষক' শিরোনামে নিউজ প্রকাশের জেরে উপজেলার কাস্তুল এসইএসডিপি মডেল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার উদ্দিন খান ক্ষিপ্ত হয়ে ওই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে বলেন-আমি স্বেচ্ছাসেবক লীগের বড় নেতা, তুই আমার বিরুদ্ধে নিউজ করেছিস,তোকে আমার দেখার আছে। তোকে দুনিয়া থেকে সরিয়ে দিতে আমার দুই মিনিট লাগবে। এ বলে সে সাংবাদিক কে মারতে তেরে আসে। এর প্রতিবাদে অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব সদস্যবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি প্রতিবাদ লিপি প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান এ প্রতিনিধিকে জানান- শিক্ষক আনোয়ার উদ্দীনকে ডেকে জিজ্ঞাসা করব এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.