রমজান আলী জুয়েল,
বেলাব (নরসিংদী) প্রতিনিধি ঃ-
গতকাল ১৬ সেপটেম্বর বিকাল চারটায় বন্ধুদের সাথে সাগর পাড়ে গোসল করতে নেমে
সাগরের পানিতে তলিয়ে গিয়ে সাকিবুর রহমান সঞ্জিব (২৩) ও সৈকত হাসান শান্ত নামের দুই যুবকের স্বপ্ন প্রদীপ নিবে গেলো।
নিহত সাকিবুর রহমানের বাড়ি নরসিংদী জেলার বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়ন দড়িকান্দি গ্রামের মোঃ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে ও সৈকত হাসান শান্ত বেলাব টেকপারা গ্রামের মোঃ বাচ্চু মিয়ার দ্বিতীয় ছেলে।
গতকাল
২০২০ সালে সরকারি ভাবে ইপিএস এর আওতায় দক্ষিণ কোরিয়ায় যান সাকিবুর রহমান সঞ্জিব। গত কয়েক দিন পূর্বে তিনি ছুটি কাটিয়ে বাড়ি থেকে দক্ষিণ কোরিয়ায় তার কর্মস্থলে যান।
এদিকে শান্ত মাত্র চার মাসে কুরিয়া গমন করেন।
সোমবার ছুটির দিন থাকায় বন্ধুদের সাথে দক্ষিণ কোরিয়ার বুসান শহরের সমুদ্রে যান। পরে সবাই মিলে সমুদ্রে গোসল করতে নামেন।
একপর্যায়ে তীব্র স্রোতে সাকিবুর রহমান সঞ্জিব ও শান্ত তলিয়ে যান। পরে সমুদ্রের উদ্ধার কর্মীরা তাদের উদ্ধার করেন। দক্ষিণ কোরিয়ার সময় আনুমানিক ৫ টায় এ ঘটনা ঘটে।
সমুদ্রের পানিতে তলিয়ে মৃত্যুর খবর পাওয়ার পর থেকে থামছে না পরিবারের আহাজারি। বারবার মূর্ছা যাচ্ছেন নিহতের বাবা-মা সহ অন্যান্য আত্মীয় স্বজনরা।
নিহত সাকিবুর রহমানের চাচা আতিকুর রহমান জীবন বলেন, আজ সমবার রাতে তারা জানতে পারেন সাকিবুর রহমান সঞ্জিব বন্ধুদের সাথে সাগরে গোসল করতে নেমে হঠাৎ করে স্রোতের সাথে তলিয়ে যায়।পরে সেখানের উদ্ধারকর্মীরা মরদেহ উদ্ধার করেন।
নিহতের ভাগিনা কামরান হোসাইন শান্ত জানান, সেখানে সরকারি ছুটি থাকায় তারা কয়েকজন মিলে সাগরে গোসল করতে নামে। আমার মামা সহ আরও কয়েকজন সাতার কাটতে কাটতে সমুদ্রের গভীরে চলে গেলে ঢেও এর স্রোতে তলিয়ে যান। তার সাথে থাকা অন্যরা তীরে আসলেও তারা দুজন আসতে পারেনি। তাদের লাশ বর্তমানে সেখানে একটি হাসপাতালে রাখা আছে। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।
এদিকে বারবার মূর্ছা যাচ্ছেন নিহতের বাবা-মা সহ অন্যান্য আত্মীয়
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.