মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার আয়োজনে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ ঘটিকায় কটিয়াদী মডেল থানা প্রাঙ্গণে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হোসেনপুর সার্কেলের সুজন চন্দ্র সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক বিপ্লব কুমার সাহা, সদস্য সচিব ধ্রুব রঞ্জন দাস, কটিয়াদী প্রেস ক্লাবের আহবায়ক এ কে এম ফজলুল হক জোয়ারদার আলমগীর, সদস্য সচিব মাইনুল হক মেনু, কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সারোয়ার হোসেন শাহীন, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুজিত সাহা, সাধারণ সম্পাদক জনি সাহাসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদকবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মাসুম পাঠান, দৈনিক ভোরের আকাশের প্রতিনিধি মিয়া মোহাম্মদ ছিদ্দিক, মডেল থানার পুলিশ সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কটিয়াদী উপজেলার পৌরসভায় ১৪টি এবং ৬টি ইউনিয়নে ১৮টি মোট ৩২ টি পূজা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.