হাজী মোহাম্মদ আবদুর রউফ
কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলায়
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে করিমগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্যারাডাইস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা মোট ২৪ টি ইভেন্টে অংশগ্রহণ করে।এই ২৪ টি ইভেন্টের মধ্যে ১০ টি ইভেন্টে ১ম স্থান অধিকার করে,৯ টি ইভেন্টে ২য় স্থান অধিকার করে এবং ৫ টি ইভেন্টে ৩য় স্থান অধিকার করে।
প্রথম স্থান অর্জন করা শিক্ষার্থীদের তালিকা নিম্নরূপ:
১) সাবিহা রুবা- নজরুল সঙ্গীত
২) আবিদা সুলতানা বৈশাখী- লোক নৃত্য
৩) সাথী ইসলাম যারীয়াত- ইংরেজি রচনা প্রতিযোগিতা
৪) সাবিহা রুবা-রবীন্দ্র সংগীত
৫) আবিদা সুলতানা বৈশাখী-তাৎক্ষণিক অভিনয়
৬)প্রাচ্চী সরকার- উচ্চাঙ্গ সঙ্গীত
৭) বীথি বর্মন নন্দিতা - উচ্চাঙ্গ নৃত্য
৮) সাবিহা রুবা-দেশাত্মবোধক গান
৯) মম সরকার - লোক নৃত্য
১০) সাবিহা রুবা- হামদ/ নাত
পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান প্রধান অথিতি বিশেষ অথিতি উপস্থিত বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলেদেন। প্যারাডাইস স্কুল এন্ড কলেজের প্রধান রঞ্জন সরকার বলেন আমি লেখা পড়ায় ও বিভিন্ন প্রতিযোগিতায় সর্বোচ্চ রেকর্ড করা চেষ্টা করি। সবার সহযোগিতা ও দোয়া চাই।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.