অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম:
কেউ কি জানতো কচি পাতার রন্ধ্র কোষে
ক্রোধ, হিংসা, মমতাহীন নির্দয়তা, হিংস্রতার আগুন জ্বলছে
হাতে তুলে মাটি, প্রতিশোধের ঢাল তলোয়ার
লড়বো,পুড়বো মরবো -- ওরা বলছে।।
মহূর্তেই লন্ডভন্ড হয়ে গেলো মানবতার বিশ্বাসের ভূগোল
উত্তর দক্ষিনের মেঘ ত্যাজী ঘোড়ার মত হলো বিপদগামী
আয়নায় চোখ রেখে বলা গেলো না
কেমন হবে মানুষের সুখের বিছানা স্বপ্নের আগামী।
কিচ্ছুক্ষণ আগেও ছিলো উৎসব উৎসব পূর্ণিমা
দুধে ভাতে ডুবানো ছিলো হাতের কনুই
প্রেমের প্রদীপ হাতে লক লক করতো জিহ্বা
সেই ট্রাক ভর্তি ভালোবাসা গেলো কই।
এখন কেউ কারো দিকে তাকায় না
এ কি ধরনের ক্ষমতার দড়ি টানাটানি
রাত ভর নির্ঘুমে জেগে থাকি একাকি
ঘুম কোথায় হারালো কেউ কি জানি।
মানবতাবোধ কার আছে, কার নেই
সৃস্টির সেরা জীব মানুষের, না কুকুরের
মানুষ কেন স্বজনের মাথায় ভাঙ্গে কাঁঠাল
লজ্জা কি আছে মানুষের বিবেকের?
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.