তৌহিদুল ইসলাম সরকার স্টাফ রিপোর্টার:
হোসেনপুরের প্রয়াত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা, উপজেলার প্রথম সাংবাদিক ও হোসেনপুর উপজেলা প্রেস-ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম বাহার উদ্দিন সরকারে ৮ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৭ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর হোসেনপুর উপজেলা প্রেসক্লাবে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বীর-মুক্তিযোদ্ধা পুত্র সাংবাদিক একে. এম. মোহাম্মদ আলীর সভাপতিত্বে: স্মৃতিচারন মূলক বক্তব্য রাখেন ; উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন , সহ সভাপতি মোঃ আশরাফ আহমেদ, সাংবাদিক তৌহিদুল ইসলাম সরকার, ফরিদ উদ্দিন আহমেদ ; সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমেদ,দপ্তর সম্পাদক মোঃ মাহফুজ রাজা, সদস্য আফজালুর রহমান উজ্জ্বল, আব্দুর রহমান, মোঃ শামীম সরকার, খায়রুল ইসলাম ফকির প্রমুখ।
দোয়া পরিচালনা করেন, ধনকুড়া ফকির বাড়ি জামে মসজিদের হাফেজ মাওলানা আবু মুসা। এসময় আলোচনায় আলোচকরা প্রতিষ্ঠাতা বাহার উদ্দিন সাহেবের কর্মজীবন স্মৃতি চারণ করেন। এর আগে মরহুমের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে গিয়ে মরহুমের কবর জিয়ারত করেন,হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.