মোহাম্মদ মাসুদ
চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর জহুরুল আলম জসিম, নেসাব উদ্দিনসহ চট্টগ্রামে পাহাড় কেটে আবাসন প্রকল্প নির্মাণ, প্লট বিক্রি ও স্থাপনা নির্মাণের অভিযোগে
দুই কাউন্সিলরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ৪০- ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে নগরীর আকবর শাহ থানায় পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মিরপুর আবাসিক এলাকায় বেআইনিভাবে পাহাড় কাটার অপরাধে।
মামলায়, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নেসাব উদ্দিন ও ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিমকে আসামি করা হয়েছে। ২ কাউন্সিলর সহ জঙ্গল সলিমপুর ইউনিয়নের মিরপুর আবাসিক কল্যাণ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. এর সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনকে আসামি করা হয়।
এছাড়া ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
‘সলিমপুর ইউনিয়নে মিরপুর আবাসিক কল্যাণ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড-এর নামে অবৈধ আবাসন প্রকল্প নির্মাণ করে পাহাড় কেটে প্লট বিক্রি করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিরা পরিবেশ অধিদফতরের নির্দেশ অমান্য করে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই মিরপুর আবাসিক কল্যাণ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. গড়ে তুলেছেন। প্রায় ৪ থেকে ৫ একর জমির মধ্যে ২৫০টি প্লট করে বিক্রি করে আসছিল তারা।’ মামলার বাদী পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন এসব জানান।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.