মোহাম্মদ খলিলুর রহমান
কিশোরগঞ্জের বাজিতপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়ের চেক হস্তান্তর ও সনদপত্র বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে
এগারোটি ইউনিয়নের ১১০ জন নারীকর্মীকে এ চেক ও সনদ দেওয়া হয়।
বাজিতপুর উপজেলা প্রকৌশলী বনি আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম । এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশরাফুল আলম। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: সাখাওয়াত হোসেন, কর্মসূচির কমিউনিটি অর্গানাইজার মোছা. নূরুন্নাহার।
উপজেলা প্রকৌশলী বনি আমিন বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে আরইআরএমপি-৩ প্রকল্পটি ২০২০ সালের জুলাই মাসে শুরু হয় চলতি বছরের জুন মাসে শেষ হয়। সমাজের পিছিয়ে পড়া নারী, বিধবা বা নারী প্রধান পরিবারর দারিদ্র্য বিমাচনের লক্ষ্যে আর্থ ও সামাজিক উন্নয়ন এই প্রকল্প পরিচালিত হয়। বছরব্যাপী রাস্তার রক্ষণাবেক্ষণ করা, বৃক্ষরোপন করা, নিজস্ব আয় বৃদ্ধির জন্য প্রদত্ত প্রশিক্ষন অংশগ্রহন করা সহ তাদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
আরইআরএমপি-৩ প্রকল্প কর্মীদের মাসের সকল বিবেচনায় ২৫০ টাকা হারে পারিশ্রমিক দেওয়ার পাশাপাশি দৈনিক ৮০ টাকা সঞ্চয় হিসেবে নির্বাহী প্রকৌশলীর সহিত যথা হিসাব জমা করা হয়। প্রকল্প শেষ সঞ্চয়ের ১ লক্ষ ২০ হাজার টাকা কর্মীদের মাঝে বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.