আতাউর রহমান বাচ্চু
ভ্রাম্যমান প্রতিনিধি।
ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে নান্দাইল উপজেলা পরিষদে 'গণ পাঠাগার' এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) নান্দাইল উপজেলা পরিষদের পুরাতন ভবনে উদ্বোধন উপলক্ষে উপজেলার নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পালের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। নান্দাইল বই পড়া আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ ফাইজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বই পড়া আন্দোলন নান্দাইল উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভুঁইয়া, প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফয়েজ উদ্দিন, নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা রুমা আক্তার সহ প্রমুখ। বক্তারা বলেন, নান্দাইল উপজেলায় একটি গণ পাঠাগার স্থাপন করা নান্দাইলের সাহিত্যে ও সাংস্কৃতিক কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল। আজ তা উপজেলা নিবার্হী অফিসার অরুন কৃষ্ণ পালের সহযোগিতায় সম্ভব হয়েছে। আমরা আশাবাদী এই গণ পাঠাগারের মাধ্যমে ছাত্র- ছাত্রী সহ সব স্তরের মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। উদ্ভোধনী অনুষ্টানে প্রশাসনের বিভাগীয় প্রধান, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন পাঠাগারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.