আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মধুপুর গোলাবাড়ি ইউনিয়নের বাসিন্দা মোঃ লাল মিয়ার পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) নিহত লাল মিয়ার স্ত্রী মোছা. আল্পনা বেগমের হাতে সহায়তার এক লক্ষ টাকা তুলে দেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। নিহত লাল মিয়া মধুপুর উপজেলাধীন গোলাবাড়ী ইউনিয়নের মাঝিরা গ্রামের বাসিন্দা।
এ উপলক্ষ্যে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মাঝিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
আরো অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক বোরহানুল ইসলাম, মধুপুর উপজেলা আমীর আব্দুল কাদের প্রমুখ।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবী বাস্তবায়ন করতে গিয়ে গত ৫ই আগস্ট পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের গুলিতে শহীদ হন লাল মিয়া।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.