তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা:
বাংলাদেশে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা খেলাফত মজলিস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গতকাল শুক্রবার বাদ জুমা তাড়াইল সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের গেট থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জারির হোসাইনের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে তাড়াইল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা সামির হোসেন সাকী, সাংবাদিক এমদাদুল্লাহ্, প্রাক্তন ইউপি চেয়ারম্যান মো. সারোয়ার আলম, কওমি ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইয়াসীন প্রমুখ।
একই দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাদ জুমা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা খেলাফত মজলিস। সংগঠনের সহ সভাপতি হাফেয মারুফ বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেয মাওলানা এমদাদুল্লাহ্।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.