স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ৬৯ বস্তা সরকারি চাল জব্দ করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১০টায়
শহরের নিউটাউন এলাকায় জুয়েল মিয়ার গোডাউন থেকে এ চাল জব্দ করা হয়।মজুতকৃত প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল পাওয়া যায়।
জানা যায়, বড়বাজারের ব্যবসায়ী জুয়েল মিয়া শহরের নিউটাউন এলাকায় তার গোডাউনে অবৈধভাবে মজুদ করে রাখা সরকারি চাল বিভিন্ন কোম্পানির সিলযুক্ত বস্তায় বাজারজাত করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে এই চাল জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আলমের নেতৃত্বে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু রাসেল নির্বাহী ম্যাজিস্ট্রেটের দ্বায়িত্বে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
এ সময় গোডাউনে রাখা চাল জুয়েল মিয়ার ক্রয় করা দাবি করলেও তার উপযুক্ত প্রমাণ দিতে না পারায় চাল জব্দ করে গোডাউন সিলগালা করে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.