আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ২নং মহিষমারা ইউনিয়নের চেয়ারম্যান মহি উদ্দিনের পদত্যাগের দাবীতে মানববন্ধন ও চেয়ারম্যান মহি উদ্দিনের বিরুদ্ধে অনাস্থা প্রদান করেন অত্র ইউনিয়নের ইউপি সদস্যগন। তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে মানববন্ধন ও অনাস্থা দিয়েছেন উক্ত ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগন। বুধবার ২১ আগস্ট বিকেলে ইউনিয়ন পরিষদের সন্মুখে আশ্রা বাজারে মহিষমারা ইউনিয়নের ছাত্র সমাজ ও সর্বস্তরের জনতা এ মানববন্ধনের আয়োজন করেন। এসময় ইউপি সদস্যগন উপস্থিত থেকে এ অনাস্হার ঘোষণা করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য শরাফত হোসেন স্বপন, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মছলীম উদ্দিন, ৩ নং ইউপি সদস্য তাহমিনা, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কামরুন্নাহার, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের নুরজাহান, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই খান, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আরশেদ আলী, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের হামিদা আক্তার সহ মধুপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবুজ, শামীম, সুমন,মাজহারুল সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় ইউপি সদস্য গন সম্মিলিতভাবে মহিষমারা ইউপি চেয়ারম্যান মহি উদ্দিনের বিরুদ্ধে অনাস্থা প্রদানের ঘোষণা দেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবুজ বলেন গত ৪ আগস্ট মহি উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের ছাত্রদের উপর হামলা করে এতে আমাদের বেশ কয়েকজন ছাত্র মারাত্মক ভাবে আহত হয়। সে কারনে আমরা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তার বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইবুনালে আমরা তাকে প্রধান আসামী করে মামলা দায়ের করেছি। তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য তিনি প্রশাসনের নিকট জোর দাবী জানান।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.