মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বিএনপির আয়োজনে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার প্রতিবাদে স্বৈরাচারী শেখ হাসিনা তাঁর দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি এব বিএনপির অঙ্গ ও সহয়োগী সংগঠন।
বৃহস্পতিবার কটিয়াদী বাসষ্ট্যান্ডে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহয়োগী সংগঠনের নেতাকর্মীরা।
কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপে সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রী যুবদলের সহ-সভাপতি রুহুল আমিন আকিল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল্লাহ জায়েদুল, মিজানুর রহমান স্বপন, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ, যুগ্ন-আহবায়ক রফিকুল ইসলাম সেতু, পৌর যুবদলের সভাপতি জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক তাসরিফুল হাসিব, কৃষক দলের সভাপতি আজিজুল হক শাহজাহান, সাধারন সম্পাদক হাজী মোহাম্মদ আলী, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামল, ভারপ্রাপ্ত সম্পাদ মোঃ বাবুল, লোহাজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল মতিন জুয়েল, সাধারন সম্পাদক মোবারক হোসেন, চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজুল ইসলাম সেবকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দ।
স্বৈরাচারী শেখ হাসিনা তাঁর দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলটি কটিয়াদী বাসষ্ট্যান্ড থেকে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুঃরায় কটিয়াদী বাসষ্ট্যান্ড এসে শেষ হয়।