মকবুল হোসেন ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় শান্তির শৃঙ্খলা ও নিরাপদ গফরগাঁও বিনির্মাণে এক বিশাল পতাকাবাহী মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়।
আজ ১৭ই আগস্ট শনিবার বিকেলে গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, উপজেলা মুক্তিযোদ্ধা, সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মরহুম নাজমুল হক সাহেবের সুযোগ্য সন্তান মোঃ নাদিমুল হক এর নেতৃত্বে গফরগাঁও পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করেন ও বিভিন্ন স্থানে পথ সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁওয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় একসাথে কাজ করার প্রত্যয় নিয়ে স্থানীয় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা জানান।
গফরগাঁও পৌর শহর সহ উপজেলার সালটিয়া, যশরা, রাওনা, বাড়বাড়িয়া ও রসুলপুর ইউনিয়নে বিশাল মোটরসাইকেল শোডাউন ও গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপি’র আহ্বায়ক ফজলুল হক, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক ও রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম আর খাইরুল, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আবু সাঈদ মাস্টার সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়া বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দ থানা ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উক্ত পতাকা বাহী শোভা যাত্রায় অংশগ্রহণ করেন।
পরে দেশনেত্রী,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, আন্দোলনের শহীদদের ও প্রয়াত নেতা বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক সাহেবের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।