আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার আনারস চত্বরে ৬ষ্ঠ দিনের মতো যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিকের দায়িত্ব পালনরত শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন মধুপুর উপজেলাধীন কুড়ালিয়া বড়বাড়ির কৃতি সন্তান সাদা মনের মানুষ শোয়েব আহমেদ রাজু।
সোমবার(১২আগস্ট) দুপুরে মধুপুর বাসস্ট্যান্ড এলাকার আনারস চত্ত্বরে ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা ফেরাতে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের মাঝে তিনি নিজ উদ্যোগে এই খাবার বিতরণ করেন।
খাবার বিতরণের সময় তিনি বলেন, শিক্ষার্থীরা আমাদেরই সন্তান, তারা এ দেশকে এগিয়ে নেয়ার জন্য যেভাবে সেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছে তা দেখে আমি খুবই মুগ্ধ। এতোদিনে আমরা যা করতে পারিনি আজ তারা বিনাশ্রমে করে দেখাচ্ছে। এই মুহূর্তে তাদের পাশে দাড়ানো আমার আপনার সকালের নৈতিক দায়িত্ব।
এ সময় উপস্হিত ছিলেন, সাবেক এনসিসি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান শাহরিয়ার কবির, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনীত সাবেক মেয়ের প্রার্থী মোঃ লতিফ পান্না সহ আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.