আফরোজা আক্তার জবা ,,ভালুকা প্রতিনিধি ঃ বেশ কিছুদিন কর্ম বিরতির পর ১২ আগষ্ট সোমবার হতে ভালুকা মডেল থানায় আনুষ্ঠানিক ভাবে সেবা কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সকাল ১১ টায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আবিদুর রহমান ও ময়মনসিংহ পুলিশ সুপার মাসুম আহম্মদ ভূঞা ভালুকা মডেল থানা পরিদর্শন করেন। ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান তারা দেশের উদ্ভুত পরিস্থিতিতে সকল অফিসার ও পুলিশ সদস্যগণ থানা অভ্যন্তরেই অবস্থান করছিলেন। ১২ আগষ্ট সোমবার হতে তারা উর্ধ্বতন কতৃপক্ষের দিক নির্দেশনায় সকল প্রকার নিরাপত্তা ডিউটি পালন ও সেবা কার্যক্রম পুরোদমে শুরু করেছেন। তিনি জানান সোমবার থানা পরিদর্শনে আসা ডিআইজি মহোদয় তাদেরকে অতীত থেকে শিক্ষা নিয়ে সেবা নিতে আসা জন গনের নিরাপত্তা বিধান সহ কোন প্রকার হয়রানির শিকার যাতে না হয় সে দিক লক্ষ রেখে দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন। এ সময় পরিদর্শক তদন্ত Í জাহাঙ্গীর আলম, কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.