নিজস্বপ্রতিবেদক :
ময়মনসিংহের তারাকান্দায় ব্রীজের নীচ থেকে আকলিমা(৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ, আকলিমা ময়মনসিংহ সদর উপজেলার চর-ঈশ্বরদীয়া গ্রামের মো. গিয়াসউদ্দিনের স্ত্রী, ১২ আগষ্ট(সোমবার)বিকাল ৪ টায় কাকনী ইউনিয়নের বগীরপাড়া নামকস্থানে ব্রীজের নীচ থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে তারাকান্দা থানা পুলিশ।
তারাকান্দা থানায় নিহত আকলিমার লাশ সনাক্ত করতে আসা ছোট বোন জামাই আল-আমিন জানান, প্রায়শঃই বাড়ী থেকে নিখোঁজ হয়ে যেত আকলিমা, গত শনিবার আকলিমা তারাকান্দা উপজেলার মাসকান্দা গ্রামে বাবার বাড়ী বেড়াতে আসে, শনিবার থেকেই নিখোঁজ ছিলো আকলিমা, আকলিমা মাসকান্দা গ্রামের মৃত আঃ রশিদের কন্যা এবং তাঁর স্ত্রীর বড়বোন বলে জানায় আল-আমিন।
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা সু-যোগ্য অফিসার ইনচার্জ মো.ওয়াজেদ আলী জানান,দুপুর ২ টায় ব্রীজের নীচে লাশটি ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী, সেই সংবাদের ভিত্তিতে নিজে উপস্থিত থেকে লাশটি তুলে থানা হেফাজতে নিয়ে আসি, এ ব্যাপারে সকল আইনানুগ প্রক্রিয়া চালু রয়েছে, তিনি দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগিতেছিলেন এবং কাউকে কিছু না বলে যেদিক ইচ্ছা সেই দিকে চলে যেতো বলে নিকটাত্মীয়রা জানান।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.