মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলাধীন রহনপুর পৌর এলাকায় বিশৃঙ্খলতা এবং নৈরাজ্যকর পরিস্থিতিতে বাজারে নিত্যপণ্যের উচ্চ মূল্য নিয়ন্ত্রণে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা।
সোমবার (১২ আগস্ট) সকালে নাচোল সরকারি কলেজের ছাত্র সাহিন ও রাজশাহী কলেজের ছাত্র সজিবের নেতৃত্বে শিক্ষার্থীরা রহনপুর বড় বাজারে প্রতিটি দোকান এবং ছাগলের হাঁট ও কাঁচা বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।
এছাড়াও পৌর এলাকায় জমে থাকা ময়লা আবর্জনা ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছেন স্থানীয় বিভিন্ন স্কুল কলেজ ও ভার্সিটির শিক্ষার্থীরা I শিক্ষার্থীরা ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সেটির তদারকি করতে সবজি, মুদি, মাছ-মুরগির দোকানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। দেখা গেছে প্রতিটি দোকানে মূল্য তালিকা রাখার বিষয়ে দোকানদারকে সতর্ক করেন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজ থেকে আসা শিক্ষার্থী আবুল বাসার সজীব ,সাইরুল ইসলাম ,আব্দুস সামাদ সামিউল ইসলাম ,নাজমুল হুদা ,আব্দুল্লাহ তোফিক
, প্লাবন ইসলাম ,নাঈম ইসলাম ,পরভেজ রহমান ,কাজল ,ডলার মাহমুদ ,আল আমিন ,আবু রাইহান , মোস্তাফিজুর, আতিকুর , পলাশ , নাহিদ ,সাহিন ও তুহিন এরা সকলেই বাজার মনিটরিং এর দায়িত্ব পালন করেন।
ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী তুহিন জানান, নতুন বাংলাদেশে নির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে ।তিনি আরো বলেন আমরা কাঁচাবাজার, মাছ বাজার, আড়ৎ, পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের বিভিন্ন পণ্যের মূল্য পর্যবেক্ষণ করছি। সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উচ্চ মূল্য। এ কারণেই আমরা রহনপুরে প্রতিটি দোকানে মনিটরিং চালিয়ে যাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.