সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি।
লক্ষ্মীপুর জেলা চলমান অস্থিরতা রোধে জনমনে স্বস্তি ফেরাতে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহানের সভাপেিতত্বে সভা অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর জেলার দুই থানা থেকে লুটকৃত অস্ত্র ২৪ ঘণ্টার মধ্যে জমা দেয়ার আহ্বান জানানো হয়।
সভায় কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কবৃন্দ, লক্ষ্মীপুর জেলা বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জেএসডি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে বক্তারা কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত ৪ আগস্টে ঘটে যাওয়া বিভিষিকাময় পরিস্থিতির বর্ণনা দেন।
আন্দোলনে শহীদদের শ্রদ্বা জানিয়ে লক্ষ্মীপুরে আন্দোলনরত ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানো সন্ত্রাসী টিপুর শাস্তি নিশ্চিত ও শহীদদের পরিবারকে সহায়তার দাবী করেন।
একই সাথে লক্ষ্মীপুর জেলায় শান্তি ফেরাতে সকল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রশাসনকে সহায়তার প্রতিশ্রুতি দেন।
লক্ষ্মীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে লক্ষ্মীপুর পুলিশ সুপার তারেক বিন রশীদ আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে পুলিশ সদস্যদের কর্মস্থলে ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা চান।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান তার বক্তব্যে কোটা আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের পরিবার ও আহতদের চিকিৎসায় মানবিক সহায়তা দিবেন বলে আশ্বস্ত করেন।
অন্য দিকে চলমান পরিস্থিতিতে রামগঞ্জ ও রায়পুর থানায় হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনার কথা তুলে ধরে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে: কর্ণেল শফিকুল ইসলাম আগামী ২৪ ঘন্টার মধ্যে তা জমা দিতে রাজনৈতিক দলের নেতাদের প্রতি অনুরোধ জানান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেল সিভিল সার্জন ডা. আহমেদ কবির, লক্ষ্মীপুর জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন নুরনবী, লক্ষ্মীপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি আহমেদ ফেরদৌস মানিক, সম্পাদক মো. হাসান, অ্যাডভোকেট মহসিন কবির, আবুল ফারাহ নিশান, নুর মোহাম্মদ, লক্ষ্মীপুর জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার এবং টেলিভিশন সাংবাদিক প্রমুখ
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.