1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

তাড়াইলে প্রভাষকের উপর সন্ত্রাসী হামলা

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৪০ বার পড়েছে

হুমায়ুন রশিদ জুয়েল ঃ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা রাউতি ইউনিয়নের বানাইল বাজারে গত সোমবার ৫ই আগস্ট সন্ধ্যা ৭ টার সময় সন্ত্রাসীরা জীবনকে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালিয়ে মাথায় চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে এবং পেটে ও পিঠে চুরিয়াঘাত করেলে গুরুতর আহত হন,
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনা সূত্রে জানা যায়,সম্রাট জহুিরুল ইসলাম জীবন করিমগঞ্জ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক। তিনি কারংকা গ্রামের মোঃ নূরউদ্দিন ভূঁইয়া ও মাতা তাড়াইল হাজ্বী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠা প্রধান শিক্ষক আলহাজ্ব নূর জাহান বেগম এর কনিষ্ঠ ছেলে।

জানা যায়, ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের সাথে ছাত্রদের দাওয়া পাল্টা দাওয়া হয় এর এই জের ধরে ৫ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর রাউতি ইউনিয়ন থেকে একটি বিজয় মিছিল বের করেন ছাত্র জনতা। মিছিলটি তাড়াইল বাজার হয়ে বানাইল বাজারে গিয়ে শেষ হয়। এই মিছিল শেষে প্রভাষক জীবন ছাত্র-জনতার পক্ষে সমাপনি বক্তব্য রাখেন এর পর সকলেই শান্তভাবে যার যার বাড়ি ফিরে যান। কিন্তু প্রভাষক জীবন বানাইল বাজারে হলুদ মিয়ার দোকানে চা পান করার জন্য বসা মাত্রই তাকে খুন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা হামলা চালায়।

এ বিষয়ে প্রভাষক সম্রাট জহিরুল ইসলাম জীবনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন –আমি একজন কলেজের প্রভাষক, ছাত্র জনতার পক্ষে সমর্থন করায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাকে হত্যা করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আমার উপর হামলা চালায়।

এবিষয়ে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার সারোয়ার হোসেন রনি র কাছে জানতে চাইলে তিনি বলেন—-প্রভাষক সম্রাট জহিরুল ইসলাম জীবনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়, আমরা তার চিকিৎসা যথাযথভাবে চালিয়ে যাচ্ছি।তাকে সুস্থ করে তোলার জন্য আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST