আবু হানিফ :-
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা বুধবার বিকেল ৫টার দিকে কোদালিয়া চৌরাস্তা চিলাকাড়া নামক স্হানে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আরাফাতুর রহমান নাঈম(২০) মারা যান। নাঈম উপজেলার মির্জাপুর ধনুর বাড়ির রিটন মেম্বার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার বিকেলে নাঈম মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ যাচ্ছিলেন। বিকেল ৫টার দিকে কোদালিয়া চিলাকাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে নাঈম মোটরসাইকেল থেকে ছিটকে পাকাসড়কে পড়ে যান। এ সময় পেছন দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামীর একটি গাড়ি নাঈমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের চাচা বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাঈমের এমন মৃত্যুতে আমরা শোকাহত।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.