মকবুল হোসেন
কোন প্রকার অরাজকতা নয়, সকল প্রকার নাশকতার বিরুদ্ধে কোটা সংস্কার বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মূল লক্ষ্য হতে বিচ্যুতি না ঘটিয়ে আমাদের আন্দোলনের মূল লক্ষ্য উদ্দেশ্য যেন ব্যহত না হয় এ লক্ষ্য নিয়ে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কোটা সংস্কার বৈষম্য বিরোধী শিক্ষার্থী সমন্বয়কদের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
আজ ৬ই আগস্ট মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে শহীদ মিনার হতে মিছিলটি শুরু করে জামতলী মোড়, চাঁদনী মোড়, পাটমহল , মধ্যবাজার,শহিদ আব্দুল বেপারী গেট, স্থানীয় প্রেসক্লাব সম্মুখ হতে পুনরায় শহীদ মিনার চত্বরে মিছিলটি সমাপ্তের পূর্বে কোটাসংস্কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা কমিটির সমন্বয়ক বৃন্দসহ সাধারণ শিক্ষার্থীদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে মিছিলটি সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত মিছিলে গফরগাঁও উপজেলার সর্বস্তরের বিপুল সংখ্যক শিক্ষার্থীগণ অংশগ্রহণ করে ।
এ বিজয় মিছিলে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গফরগাঁও উপজেলার সমন্বয়ক বৃন্দ
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.