মকবুল হোসেন
বিভাগীয় শহর ময়মনসিংহ শিক্ষানগরীতে কোটা সংস্কার আন্দোলনকারীদের এক দফা দাবিতে মিছিলে শিক্ষার্থীসহ সাধারণ পেশার মানুষের ঢল নেমেছিল।মিছিলে নগরীর অলিগলি মিছিলের নগরীতে পরিণত হয়েছে।
আজ ৩ আগস্ট শনিবার বেলা ২টা নগরী টাউন হল মোড় হতে বিক্ষোভ মিছিল শুরু করে নগরীর নতুন বাজার, গাঙ্গিনাপার, কাচারি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মোড় গিয়ে মিছিলটি শেষ হয়।
পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী মিছিলে অংশ গ্রহনের লক্ষ্যে সকাল ১১টা হতে টাউন হল মোড় শিক্ষার্থী জড়ো হতে থাকে।
উক্ত মিছিলে বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমাজ কর্মী, নাট্যজন,শিক্ষক সমাজ,সাংস্কৃতিক কর্মী, চিকিৎসক, শ্রমিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ মিছিলে অংশ গ্রহন করে আন্দোলনে সমর্থন জানান।
এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহের সমন্বয়ক নেতৃবৃন্দ আশিকুর রহমান, আরিফুল হক, আব্দুল্লাহ আল নকিব প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.