ডেস্ক রিপোর্ট
বাংলাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ৯ নম্বর ভবনে আগুন ঘটনা । এ ভবনে সচিবালয় ক্লিনিক ও তথ্য অধিদপ্তর রয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে দিকে ভবনের নিচতলায় এ আগুনের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বলা সম্ভব হচ্ছে না ।
খবর পেয়ে বিকেলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে এবং ৪ /৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সচিবালের আগুনটি লাগে একটি ইলেকট্রিক বোর্ডে। ছোট আগুন ছিল। আমাদের পানি ব্যবহার করতে হয়নি। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে চারটা ৩৫ মিনিটে আমরা আগুন নিভিয়ে ফেলি।